DDOS কী?


ডিডোস (DDos)এটাকের পূর্ণ নাম Distributed denial-of-service attack. বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন একই সময় কোন একটি সারভার ডাউন করার উদ্দেশ্য সেই সারভারের ট্রাফিক বাড়িয়ে দেওয়া। একসাথে অনেকে অনেক বেশি রিকোয়েস্ট করার কারনে সারভার কাউকেই ঠিক মতো সার্ভিস দিতে পরে না। ফলে ডাউন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়।এই আক্রোমন শেষ হয়ে গেলে সারভারআগের মতো ঠিক হয়ে যায়।
অনেকে মিলিত হলে এই এটাক খুব সহজেই করা যায়। আর এটার জন্য খুব বেশি কঠিন রিসোর্সও দরকার হয় না। ফ্রি অনেক সফটওয়্যার পাওয়া যায় যা দিয়ে আক্রোমন করা যায়।
কোন প্রতিষ্ঠানের সাথে আনলাইন কমিউনিটির ঝামেলা হলে অনেকে টুইটারে ঘোষণা দিয়ে একসাথে এটাক করে। এরকম বেশ কিছু ঘটনা হয়েছে। আর এই আক্রোমনের জন্য আগে থেকে প্রস্তুত না থাকায় সারভার সাথে সাথে ঠিক করা সম্ভব নাও হতে পারে। আরেকটা বেপার হলো অনেকে ভিপিএন থেকে বা নিজের আইপি হাইড করে এ আক্রোমন চালানোয় তাদের ধরাও যায় না।
আমরা পরবর্তিতে ডিডোস এটাকের টুল Uplode করব।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.